১৮৯০ সনের ১ এপ্রিল এক শুভ লগ্নে বাজিতপুর ইংলিশ মিডল স্কুল নামে উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন এ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ছিল এলাকাবাসীর (আশেপাশের কয়েকটি মহকুমার) জন্য এক বিরাট পাওয়া। মূলতঃ সেই সময় থেকেই এই এলাকার মানুষের উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন হয়। ১৯৬১ সনে এসে বিদ্যালয়টির নামকরণ করা হয় ‘বাজিতপুর হাই স্কুল’। অতঃপর ১৯৮২ সনে তৎকালীন সরকার এই প্রতিষ্ঠানের ফলাফল ও অন্যান্য বিষয় বিবেচনা করে পাইলট স্কিমে অন্তর্ভূক্ত করেন। এরপর থেকে উক্ত প্রতিষ্ঠানের নাম হয় ‘বাজিতপুর পাইলট উচ্চ বিদ্যালয়’। বাজিতপুরের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর মরহুম জনাব আলহাজ্ব জহুরুল ইসলাম সাহেব ১৯৯১ সনে বাজিতপুরকে একটি শিক্ষানগরী হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ‘জহুরুল ইসলাম এডুকেশন কমপ্লেক্স’ গঠন করেন। তিনি তাঁর পিতামহ মরহুম ‘হাফেজ আব্দুর রাজ্জাক’ সাহেবের নামে এই প্রতিষ্ঠানের নামকরণ করে এডুকেশন কমপ্লেক্সের অন্তভূর্ক্ত করেন। তখন থেকে এ বিদ্যালয়ের নাম ‘বাজিতপুর হাফেজ আঃ রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়’। উক্ত বিদ্যালয়টি ১৯৬৪ সনে স্থায়ীভাবে স্বীকৃতি লাভ করে। যার স্মারক নং— চওজ—১/গণগ—৮০৯৯, তারিখ— ১২.০৩.১৯৬৪।
১৯৬১ সনে বিজ্ঞান শাখা খোলা হয়, যার স্মারক নং— ৫১৫৯ তারিখ— ১৪.১০.১৯৬১ এবং ১৯৬৮ সনে ব্যবসা শাখা খোলা হয়, যার স্মারক নং— চওজ—২১/গণগ—৩৬২৮ তারিখ— ১৩.০২.১৯৬৮। ২০০৫ সনে বিদ্যালয়ে আধুনিক তথ্য প্রযুক্তি শিক্ষা প্রসারের লক্ষ্যে কম্পিউটার শাখা খোলা হয়, যার স্মারক নং— ৫৬/কিশ/৩৩৭৪ তারিখ— ০৬.০৭.২০০৫। ১৯৯৮ সনে কারিগরি বিষয়ে জ্ঞান প্রসারের জন্য এস.এস.সি ভোকেশনাল (তিনটি ট্রেড) বিল্ডিং মেইনটেনেন্স, জেনারেল মেকানিক্স ও জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস শাখা খোলা হয়। ২০১১ সনে বিদ্যালয়টি সরকারের মডেল প্রকল্পের আওতাভুক্ত হয়ে নামকরণ হয় বাজিতপুর হাফেজ আঃ রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।